৫টি ব্যাসিক npm কমান্ড টিপস্

npm command basic
5 basic npm command tips
একজন নোড জেএস ডেভেলপারের এনপিএম খুব ভালো একজন বন্ধু অথবা অন্তত ভালো বন্ধু হওয়া উচিত। কিন্তু প্রাথমিক অবস্থায় এ বিষয়টি একজন নতুন ডেভেলপারের জন্য উদ্রেকের কারণ হতে পারে। বিশেষত যারা উইন্ডোজ ব্যবহারকারী অর্থাৎ কমান্ড লাইন ব্যবহারে অভ্যস্ত নয়। এনপিএম একটি জটিল পদ্ধতি এবং এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। নোড জেএস এর প্রতিটি বিষয়ে এনপিএম মধ্যস্থতা করে। কিছু ব্যাসিক টিপস্ এবং উপায় জানা থাকলে আপনার জন্য অনেক সুবিধা হবে। যেমন:
১. Outdated Dependencies এটি খুবই সাধারণ এবং কমন একটি বিষয় যে কোনো রেজিস্ট্রি এর জন্য। তবে এটি সমাধানের উপায়টি অত্যন্ত সহজ।
Run: >npm outdated
এই সহজ কমান্ডটি আপনার প্রজেক্টে রান করুন, আপনার প্রজেক্ট বর্তমান ভার্সনে আপডেট হয়ে যাবে। ২. Clean Cache আপনি যদি কোনো প্যাকেজ
Run: >npm clean <pkg name>
৩. Help Command
Run: >npm -help
৪. npm Version Check
Run: >npm --v
৫. Start Something New
Run: >npm init

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Contact Form

Send

Archive

Menu