Run and Embed node.js in your website
![]() |
Run Node.js code directly from website |
আপনি কী একজন নোড ডেভেলাপার বা আপনি কি আপনার ওয়েবসাইটে নোডজেএস প্রোগ্রামিং সম্পর্কে ব্লগ বা টিউটোরিয়াল লেখেন। তবে আপনি অবশ্যই কোনো না কোনো কোড হাইলাইটার ব্যবহার করেন। আমি ব্যক্তিগতভাবে highlight.js ব্যবহার করি। Highlight.js এর ব্যবহার খুব সহজ। কিন্তু আমার এ লেখাটি কোড হাইলাইটিং নিয়ে নয় বরং নোডজেএস এর কোড virtually কিভাবে রান করা যায় সে সম্পর্কে।
একবার ভাবুন তো কেমন হয়, ধরুন আপনি নোড জেএস এর উপর একটা ব্যাসিক টিউটোরিয়াল লিখলেন এবং সেখানে যে কোডগুলো ব্যবহার করলেন সেগুলো আপনি আপনার পোস্টে - অন্তর্ভুক্ত করেছেন এবং এর একটি ডেমোও প্রদর্শনের জন্য আপনি heroku বা অন্য কোনো কোথাও হোস্ট করেছেন। কিন্তু রিয়েল টাইম কমান্ড লাইন কোথায় পাবেন। আপনার ব্লগের বা ওয়েবসাইটের দর্শকরা যদি সেখানেই আপনার কোড টেস্ট করে দেখতে পারে তবে অবশ্যই সেটি আপনার জন্য গুরুত্ব বহন করবে এবং আপনার দর্শকগণ যখন পরীক্ষা করে দেখতে পারবে যে আপনার কোড কাজ করছে কি না, তখন তাদের কাছেও বিষয়টা বিশ্বাসযোগ্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
হ্যা, সেই সুবিধাটাই আপনি পাবেন, Runkit.com এর মাধ্যমে। runkit install করার কোনো ঝামেলা নেই। আপনি শুধুমাত্র তাদের script tag (CDN) ব্যবহার করার মাধ্যমেই সেই সুবিধা পাবেন। Example:
https://runkit.com/sahapranta/basic-node-js
http://blog.runkit.com/2015/09/30/embedded-tonic.html
Comments